Wednesday, March 2, 2011

বাংলাদেশের ভূমি আইন সংস্কার করা জরুরী

এদেশের সিংহ ভাগ মামলাই সংঘটিত হয় ভূমি বিষয়ক জটিলতাকে কেন্দ্র করে।আর এর ফলে অপচয় হয় প্রচুর অর্থ এবং শ্রমের।এটির মূল কারন উপনিবেশিক আমলের ভূমি ব্যবস্হাপনা বিষয়ক আইন কানুন।

আমাদের অতি জরুরী ভিত্তিতে এই সকল ভূমি বিষয়ক জটিলতা থেকে মুক্ত হওয়া দরকার।মধ্যযুগীয় ভূমি আইনের কবলে পড়ে যে জাতীয় অপচয়ের সম্মুখীন হচ্ছি আমরা তা সত্বর ধ্বংস ডেকে আনবে আমাদের।

তাই সবাইকে সচেতন হয়ে ভূমি আইন সংস্কার কল্পে এগিয়ে আসতে হবে।

No comments: