Tuesday, September 9, 2008

ঢাকার রাস্তায় টোকাই বা পথ শিশু(Street children in Dhaka)


ঢাকা শহরের অতি চেনা দৃশ্য হচ্ছে বাজারে বা রাস্তায় টোকাই বা পথ শিশুদের বিচরন। পরনের ছেড়া প্যান্ট ছাড়া সমস্ত শরীরই থাকে উদাম। কখনও হাতে থাকে বস্তা সেই বস্তা বা থলেতে থাকে রাজ্যের কুড়িয়ে পাওয়া আবর্জনা। দুঃখজনক হলেও সত্যি এরকম দৃশ্য আমাদের এই শহরের অংশ হয়ে গেছে । এই সকল শিশুকে কোন রকম পূর্নবাসন বা ঐ ধরনের কোন উদ্যোগের আওতায় আনার কোন প্রচেষ্টাও দেখা যাচ্ছেনা খুব একটা। এই সকল শিশুর এইরকম অমানবিক হাল কারো কাম্য হতে পারেনা। কিন্তু এই অকাম্য বিষয়টি আমাদের মাঝে বিরাজ করছে অনায়াসে।
নিশ্চিতভাবে বলা যায়, এই সকল শিশুর জন্ম নিতান্ত দরিদ্র পরিবারে। মা বাবাও এরকম অমানবিক অবস্থার মধ্যে আছে। তাই এসকল শিশুরা অনাদর আর অবহেলায় ঠাই নিয়েছে রাস্তায় আর পথে ঘাটে। এদের অনেককে আবার ভিক্ষা করতেও দেখা যায়। বলা যেতে পারে,এরা বড় হচ্ছে অসুস্থ পরিবেশের মাঝে অসুস্থ হয়ে। এরা একদিন বড় হয়ে যে সকল কার্যকলাপে লিপ্ত হবে তা কি সুস্থ হবে? বোধহয়না।
আমাদের দেশে এই সকল অনাদরে বেড়ে উঠা অপুষ্ট শিশুদের জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন। তা না হলে এই সকল অমানবিক আর অসুস্থ পরিবেশে বেড়ে উঠা শিশুরা বড় হয়ে তৈরি করবে অসুস্থ সমাজ আর পরিবেশের। যা আমাদের কারুরই কাম্য নয়। সামর্থ্যবানরা সবাই মিলে চেষ্টা করলে বোধহয় কিছু করা সম্ভব এই সকল টোকাই বা পথ শিশুদের জন্য।

Sunday, September 7, 2008

রামগতির নদী ভাঙন(River erosion at ramgati)

রামগতি উপজেলা লক্ষীপুর জেলায় অবস্থিত। পূর্বে বৃহওর নোয়াখালী জেলার অধীনে ছিল এ অঞ্চলটি। লক্ষীপুর জেলা শহর থেকে দক্ষিন দিকে রামগতির অবস্হান। প্রাচীন অন্চল হিসাবে রামগতির রয়েছে ঐতিহ্য আর ইতিহাস। বিশেষ করে লোক শিল্পে রামগতির একটি বিশেষ অবস্থান রয়েছে বাংলাদেশে। কিন্তু বর্তমানে রামগতি অঞ্চল এবং এর মানুষজন চরম বিপর্যয়ের সম্মুখীন। আর এই বিপর্যয়ের কারন হলো এখানকার ভয়াবহ নদী ভাঙ্গন।
গত কয়েক বছর ধরে ক্রমাগত নদী ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেছে বহু এলাকা বাস্তুচুত্য হয়েছে বহু মানুষ । সবকিছু হারিয়ে বহু মানুষ ভোগ করছে চরম দারিদ্রতা আর অমানবিক ক্লেশ। এর ফলে এ অঞ্চলে দেখা দিচ্ছে মানবিক বিপর্যয়। কর্মহীন হয়ে পড়ছে বেশীর ভাগ মানুষ। নারী ও শিশুরা এ নদী ভাঙনের ফলে অসহায় হয়ে পড়ছে সবচেয়ে বেশি। শিশুরা ভুগছে চরম পুষ্টিহীনতায়। শিশুদের এ অমানবিক অবস্থা সত্যিই পীড়াদায়ক।
যে সকল সাহায্য ভাঙন পীড়িত এ সকল মানুষকে এ পর্যন্ত দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় নিতান্ত অপ্রতুল। এখানে প্রয়োজন আরও ব্যপক সাহায্য ও সহযোগিতা। এ ছাড়া সবচাইতে বেশি দরকার নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ।