Thursday, August 28, 2008

বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষা জরুরী(Bangladesh has to save its heritage)



বাংলাদেশ দক্ষিন এশিয়ার একটি দেশ।আতি সুপ্রাচীন কাল থেকে এদেশটির রয়েছে সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্য।সমৃদ্ধ এ সকল ঐতিহ্য এদেশের উন্নত সভ্যতার কথা মনে করিয়ে দেয়।সারা বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন স্হাপনা।এগুলোর কোন কোনটি ভালভাবে সংরক্ষিত হলেও বেশীর ভাগই বিনষ্ট হচ্ছে অবহেলিত অবস্হায়।অবহেলা আর অযত্নে বিনষ্ট হতে থাকা এসকল ঐতিহ্যকে রক্ষা করা প্রয়োজন।
প্রখ্যাত লেখক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন-যে জাতির ইতিহাস নেই সে জাতির ভবিষ্যত ও নেই।আমাদের এ কথাটা মনে রাখতে হবে।আমাদের ভবিষ্যত অগ্রগতির কথা মনে রেখে এখনই সচেষ্ট হতে হবে।ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে,তাদের এদেশের গৌরবময় ইতিহাসের কথা স্মরন করিয়ে দিতে অবশ্যই টিকিয়ে রাখা দরকার এসকল গৌরবময় অধ্যায়ের স্মৃতি চিহ্ন সমূহ।

No comments: