Friday, August 29, 2008

বরিশাল হারিয়েছে পুরোনো স্মৃতি(Barisal has lost its old memory)

উনিশ শতকের গৌরবময় বরিশাল এক অসাধারন স্হান দখল করে আছে বাংলাদেশের সামাজিক ,সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে।বাঙ্গালীর অনেক কীর্তি আর কৃতিত্বের সাথে জড়িয়ে আছে বরিশালের নাম।মহান শেরে বাংলা ফজলুল হক,কবি জীবনান্দ দাশ ,চারন কবি মুকুন্দ রাম সহ আরো অনেক কৃর্তিমান জন্ম নিয়েছেন বরিশালে।বৃটিশ বিরোধী আন্দোলন,স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনেও বরিশাল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।বৃটিশ বিরোধী অত্যন্ত জোরালো আন্দোলন সেই আমলে সংঘঠিত হয়েছিল বরিশাল শহরে।এছাড়াও উনিশ শতকের ইংরেজী শিক্ষার একটি জোরালো প্রভাব লক্ষ্য করা যায় এখানকার তৎকালীন ব্যক্তি বর্গের মাঝে।
কবি জীবনান্দ দাশ আধুনিক কবিতার প্রবাদ পুরুষ।তাঁর শৈশব,শিক্ষা জীবন ও শিক্ষকতা জীবনের উল্লেখযোগ্য অংশ কেটেছে বরিশালে।কিন্তু বর্তমানে জীবনান্দের তেমন কোন স্মৃতি চিহ্নের দেখা পাওয়া মুসকিল এই বরিশাল শহরে।বরিশাল বি.এম কলেজে কবি জীবনান্দ দাশের নামাংকিত একটি ছাত্রাবাস রয়েছে যদিও কিন্তু তা যথেষ্ট নয়।কবি যে বাড়ীতে বাস করতেন সেটি এখনও আছে।তবে বরিশালের খুব কম লোকই বাড়ীটি সম্পর্কে জানে।বর্তমানে সেই বাসগৃহে কবির সেই পুরনো ঘরের দুটি খুটি ছাড়া আর কিছুই অবশিস্ট নেই।
বরিশালের আরেক কৃতি সন্তান চারন কবি মুকুন্দ দাস।তাঁর প্রতিষ্ঠিত একটি মন্দির র‌য়েছে বরিশালে শহরে।কিন্তু মুকুন্দ দাসের বাসস্হান প্রভূতি এখন আর খুজে পাওয়া দুস্কর।
মহান শেরে বাংলার অনেক স্মৃতি রয়েছে বরিশালে।সে সব স্মৃতি চিহ্ন যথাযথ ভাবে সংরক্ষন করা জরুরী।
বরিশালের এসকল গৌরব গাঁথার স্মৃতি রক্ষার্থে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে।না হলে হারিয়ে যাবে এসকল গৌরবের চিহ্ন গুলো।

No comments: