Sunday, August 31, 2008

জলবায়ু পরিবর্তন ও আমাদের কৃষি(Climate change and our agriculture)


জলবায়ু পরিবর্তন কথাটি বর্তমান বিশ্বে বেশ আলোচিত। সর্বত্র এটি নিয়ে চলছে নানান আলোচনা কিংবা বির্তক। মূলত: জলবায়ু পরিবর্তন জনিত সংকট এবং সংকট থেকে উত্তোরন প্রভূতিই এসকল আলোচনার মুল বিষয়বস্তু। বলা যায় বিশ্ববাসীকে বেশ ভাবিয়ে তুলছে এই আবহাওয়া বা জলবায়ু জনিত পরিবর্তন। জলবায়ু প্রকৃতির অনুষঙ্গ। প্রধানত প্রকৃতির সবচাইতে বড় নিয়ামক জলবায়ু বা আবহাওয়া। প্রকৃতির ছন্দ যদি ঠিক ঠাক চলে তা হলে আবহাওয়া আমাদের সাথে বন্ধুত্বপূর্ন আচরন করে। আর সেই ছন্দে গোলমাল হলেই হয় সমস্যা। আবহাওয়া বৈরি হয়ে উঠে এবং তা মানুষের জন্য বিপদ তৈরিকরে। আর আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন সেই বিপদেরই অশনি সংকেত।
জলবায়ু পরিবর্তনের কিছু কিছু প্রভাব ইতিমধ্যে বিশ্ববাসী দেখতে শুরু করেছে। এরই প্রভাবে ক্রমাগত উষ্ণ হয়ে উঠছে পৃথিবী। পরিবর্তিত হচ্ছে ঋতু চক্র। ঋতুর পুরাতন চেহারা বদলে গেছে বর্তমানে। নদনদীসহ বিভিন্ন প্রাকৃতিক অনুষঙ্গেরও হচ্ছে রূপ বদল। প্রশ্ন উঠতে পারে কেন হচ্ছে এই জলবায়ুর পরিবর্তন? এর জন্য দায়ী বা কে? বিশ্ব প্রকৃতির কথা বাদ দিলে বলতে হবে এর জন্য দায়ী আমরা। মানুষ তার ভোগের জন্য প্রকৃতিকে ব্যবহার করেছে বা করছে নিজেদের ইচ্ছা মত। আর এভাবে তার শোধ নিচ্ছে প্রকৃতি। বাংলাদেশও এর প্রভাব মুক্ত নয়।
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের মানুষের শতকরা হারের একটা বড় অংশ কৃষির উপরে নির্ভরশীল। এছাড়া আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হওয়ায় এদেশে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ন একটি ক্ষেএ। আর মূলত জলবায়ু পরিবর্তনের কু-প্রভাব কৃষির উপরে পড়ে বেশী কারন কৃষি উৎপাদন জলবায়ুর উপর নির্ভরশীল। ঋতুগত পরিবর্তন বাংলাদেশে বেশ প্রকট হয়ে দেখা দিচ্ছে। আগেরকার ঋতুবৈচিত্র্য এখন আর দেখা যায় না। কখনও দেখা যাচ্ছে অত্যাধিক উষ্ণতা আবার কখনো কখনো হচ্ছে প্রচুর বৃষ্টিপাত। ফলে বিঘ্নিত হচ্ছে কৃষি উৎপাদন। এর ফলে দেখা যাচ্ছে খাদ্য সংকট। পর পর ক্রমাগত বন্যায় বিনষ্ট হয় উৎপাদিত শস্য। ঘুর্নিঝড়, জলোশ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে মানবিক বির্পষয়ের পাশাপাশি বিনষ্ট হচ্ছে সম্পদ। আর ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষিজ উৎপাদন। মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কৃষি জমিতেই বিনষ্ট হচ্ছে ফসল। আবার উৎপাদিত ফসলও সঠিক ভাবে সংরক্ষন করা যাচ্ছে না। জলবায়ু বা আবহাওয়ার যে পরিবর্তন তার জন্য উন্নত দেশগুলি ব্যাপকভাবে দায়ী। কিন্তু এর কুপ্রভাব পড়ছে আমাদের মত দেশগুলিতে। মানুষের জীবন হয়ে পড়ছে বিপন্ন। তৈরি হচ্ছে খাদ্য সংকটসহ নিত্য নতুন সংকট। জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সমাধান কোন একটি দেশ বা জাতির পক্ষে সম্ভব নয়, বা এটি কোন দেশ বা জাতির একক সমস্যা নয়, সমস্যাটি সমগ্র বিশ্বের। সুতরাং এই সমস্যা থেকে উত্তোরনের প্রচেষ্টায় সামিল হতে হবে দেশ, জাতি নির্বিশেষে সবাইকে।

No comments: